একক নামে সঞ্চয়পত্রে বিনিয়োগের উর্ধ্বসীমা ৫০ লক্ষ টাকা।

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা যৌথ নামে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা নির্ধারণ করিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

অর্থ মন্ত্রণালয়, সঞ্চয় শাখা

www.ird.gov.bd

নং-০৮.০০.০০০০.০৪১.২২.০০৩.১৭(অংশ).৭৮; তারিখ: ০৩ ডিসেম্বর ২০২০

প্রজ্ঞাপন

Sanchayapatra Rules, 1977 এবং পরিবার সঞ্চয়পত্র নীতিমালা, ২০০৯ এ বিনিয়োগের উর্ধ্বসীমা বিষয়ে যাহাই বলা থাকুক না কেন সরকার ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র তিনটি স্কিমের বিপরীতে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা যৌথ নামে সর্বোচ্চ ১ (এক) কোটি টাকা নির্ধারণ করিল।

২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল। ইহা জারির তারিখ হইতে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে

(নুসরাত জাহান নিসু)

সিনিয়র সহকারী সচিব

সঞ্চয়পত্রে একক নামে সমন্বিত বিনিয়োগের উর্ধ্বসীমা সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3063 posts and counting. See all posts by admin

3 thoughts on “একক নামে সঞ্চয়পত্রে বিনিয়োগের উর্ধ্বসীমা ৫০ লক্ষ টাকা।

  • সরকারি কর্মচারিরা কোন্ ধরনের সঞ্চয় পত্র কিনতে পারবে? তারা কি ৩বছর ও ৫বছর মেয়াদি সঞ্চয় পত্র কিনতে পারবে?

  • মহিলা হলে ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। পুরুষ হলে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক ৩ বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনবেন।

  • EXCELLENT PAGE. I WANT REGULAR COPY.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *