অফিস সহকারীসহ ১৬ গ্রেডের কর্মচারী সাজ পোষাক বা লিভারেজ পাবেন না।

অফিস সহকারী ও হিসাব সহকারীদের গ্রেড ১৬ হওয়ার কারণে তারাও দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্য হবেন না।

  • প্রায় ৯,০০০-১২,০০০ টাকা মূল্যের পোষাক ও আনুষাংগিক নতুন আদেশ জারি হওয়ার পর পাবেন না।
  • প্রতি দুই বছর অন্তর অন্তর প্রাপ্য হবেন।
  • এক্ষেত্রে শর্ত রয়েছে যে, চাকুরী স্থায়ী হতে হবে।
  • ১৬ নং গ্রেড এখনও আর প্রাপ্য নয়।

১৬-২০ নম্বর গ্রেডভূক্ত সকল কর্মচারী সাজ পোষাক বা লিভারেজ পাবেন এ সংক্রান্ত আদেশটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3062 posts and counting. See all posts by admin

2 thoughts on “অফিস সহকারীসহ ১৬ গ্রেডের কর্মচারী সাজ পোষাক বা লিভারেজ পাবেন না।

  • Amar grade 16 @ post office shohokari cum computer operator . Tahole ki ami livaris pabo ki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *