সরকারি চাকরিজীবী স্ত্রীর বা স্বামীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন – যদি দুজনেই চাকরিজীবী হয় তাহলে কি দুটি পেনশন একজনে পেতে পারে? – আজীবন পেনশন প্রাপ্যতা রুলস।
আজীবন পেনশন ২০২২ – হ্যাঁ স্ত্রীর মৃত্যুতে স্বামী এবং স্বামীর মৃত্যুতে আজীবন পেনেশন পেতে থাকবে তবে শর্ত থাকে যে, পেনশনার বা মূল চাকরিজীবীর মৃত্যুতে অপরজন বা জীবন ব্যক্তির পুন: বিবাহ করা যাইবে না। যদি পুন: বিবাহে আবদ্ধ হয় তবে পেনশন বাতিল হবে। যদি দুজনেই চাকরিজীবীন হন তবে একটি পেনশন বাতিল হবে। পেনশনারের দ্বিতীয় স্ত্রী/স্বামীর পেনশন প্রাপ্যতা ২০২২
পারিবারিক পেনশন ০১/০৬/১৯৯৪ খ্রি: তারিখ হতে চালু হয়। ফাইন্যান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নং- ২৫৬৬ (৪০)-এফ, তারিখ: ১৬/০৪/১৯৫৯ খ্রিস্টাব্দ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-২ /২০০৫(অংশ-১) /৫, তারিখ: ২৭/০১/২০০৯ খ্রিস্টাব্দ অনুসারে পূর্ণ হারে আজীবন পারিবারিক পেনশন পাবেন।
পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন প্রাপ্য হবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ এ পেনশন প্রাপ্যতা সুনির্দিষ্ট করা হয়। পরবর্তীতে অর্থ বিভাগের ১৪-১১-২০১৮ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭১.১৩.০০৩.১৮.১৩৮ নং প্রজ্ঞাপন (সংযোজনী-১৪) অনুযায়ী মৃত মহিলা কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হইলে বিধবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতার অনুরূপ হারে ও পদ্ধতিতে তিনি আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন।
স্ত্রী আজীবন পেনশন পাবেন / চাকরিজীবী স্ত্রীর মৃত্যুতে স্বামীও আজীবন পেনশন পাবেন।
অর্থ বিভাগের ১৪-১০-২০১৫ খ্রি: তারিখের ৮১ নং প্রজ্ঞাপনের (চ) নং অনুচ্ছেদটি ১৪-১১-২০১৮ খ্রি: তারিখের ১৩৮ নং প্রজ্ঞাপন দ্বারা প্রতিস্থাপনপূর্বক মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন মর্মে বিধান করা হয়েছে। বিপত্নীক স্বামীর বন্ধ হওয়া পেনশন আজীবনের জন্য নবায়নযোগ্য।
বিধবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন।
আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য পারিবারিক সদস্য কারা?
- প্রথমত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/৩পি-৩/২০০৫/৩৭৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ তারিখের আদেশ মোতাবেক বিধবা স্ত্রী আজীবন পারিবারিক পেনশন পাবেন।
- দ্বিতীয়ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্মারক নং- অম/অবি/বিধি-১/বিবিধ-৩/২০০৬/৪০৬, তারিখ: ১৩/১১/২০০৭ খ্রিস্টাব্দ তারিখের আদেশ অনুসারে প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন পাবেন।
- তৃতীয়ত ১৪ নভেম্বর ২০১৮ তারিখের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ০৭.০০.০০০০. ১৭১.১৩. ০০৩.১৮-১৩৮ নম্বর প্রজ্ঞাপন অনুসারে বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন পাবেন।
পেনশনার পিতা বা মাতার মৃত্যুতে ২৫ বছরের উর্ধ্ব বয়সী যে কোন সন্তান (পুত্র বা কন্যা) পেনশন পাবেন পেনশনারের পেনশনে যাওয়ার ১৫ বছর অতিক্রম করা পর্যন্ত সময়ের জন্য। অপ্রাপ্ত বয়স্ক ২৫ বছর বয়সীর নিচের সন্তানও পেনশন প্রাপ্য হবে। সুস্থ্য বা বিবাহিত কোন সন্তানই আজীবন পেনশন প্রাপ্য হবেন না। পুত্র বা কন্যার বয়স ৩০ হলেও মাসিক পারিবারিক পেনশন পাবেন।
একজন ব্যক্তি কি একই সাথে দুটি পেনশন পেতে পারেন?
হ্যাঁ পারেন। সরকারি চাকরিজীবীগণ চাকুরী শেষে পেনশন পেয়ে থাকেন। চাকরিজীবীর মৃত্যুতে স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পেয়ে থাকেন। স্বামী/স্ত্রীর মৃত্যতে স্বামী/ স্ত্রী দুজনেই পেনশন যোগ্য হলে যিনি বেঁচে থাকবেন তিনি একই সাথে দুটি পেনশন পাবেন। একজন ব্যক্তি কি প্রতিমাসে ২টি পেনশন পেতে পারেন?
আসসালামু আলাইকুম,
আশা করি ভাল আছেন। আমি একটা বিষয় জানার জন্য মেইল করেছি, অনুগ্রহ করে উত্তর দিয়ে আমাকে উপকৃত করবেন। আমার বাবা জনতা ব্যাংকের একজন অফিসার ছিলেন এবং ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি এককালীন সম্পূর্ণ পেনশন উঠিয়ে ফেলেছিলেন। তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। আমার মা মেডিকেল ভাতা বাবদ প্রতিমাসে একটি পেনশন পান। ২০২২ সালে আমার বাবার অবসর গ্রহনের ১৫ বছর পূর্ন হয়েছে, এখন আমর মা বা আমরা কি কোন পেনশন পাবো সরকার থেকে?
আশা করি আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন।
পাওয়ার কথা। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা পেনশনযোগ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটিই কার্যকর। https://bdservicerules.info/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a3%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%97/
পিতা এবং মাতা দুই জনে সহকারী শিক্ষক কিন্তু তাদের একটি প্রতি বন্ধী সন্তান আছে। সে জন্য তিনি কি বাবা মায়ের ২টি পেনশন পাবেন কিনা ।
দুটি পেনশন শুধুমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। একটি পেনশন পাবেন। শিক্ষা ভাতা সন্তান হওয়া সত্ত্বেও কিন্তু একটিই পায়। আমার জানা মতে পেনশন সুবিধা একটিই পাবেন।
একজন ব্যক্তি প্রতিমাসে ২টি পেনশন পায়
পাকিস্তানি সৈনিক আর কাষ্টম সিপাহি
মৃত্যুর পর তাহার স্ত্রী দুটি পেনশন পাবে?
পাবে। বাংলাদেশে পুরুষ এবং মহিলা পাবেন।
কোন ব্যাক্তি মারা গেলে, তার এককালীন পেনশন ও অন্যান্য টাকার প্রাপক কে? তার স্ত্রী নাকি সন্তান রা?
স্ত্রী। যদি নমিটি না দেয়া থাকে তবে জিপিএফ ও আনুতোষিকের অংশ সন্তানও পাবেন এক্ষেত্রে স্ত্রী উত্তোলন করে উত্তরাধিকার আইন অনুসারে বন্টন করে দিবে। তবে মাসিক পেনশন স্ত্রী বেচে থাকলে শুধুমাত্র স্ত্রীই পাবে।
স্ত্রী চাকরি করে মারা যাওয়ার পরে স্বামী পেনশন পায়,এটাই নিয়ম।স্বামী যদি ২য় বিবাহ করে এবং তাদের ঘরে নাবালক সন্তান থাকে তাহলে পেনশন কি ঐ নাবালক সন্তানের নামে চালু হবে কি? চালু হলে তখন নাবালক সন্তানের অবিভাবক কাকে নিযুক্ত করতে পারে? পিতা নাকি নানা,নানী/ দাদা,দাদী। জানালে খুব উপকার হতো।
পারিবারিক পেনশন প্রাপ্যতার ক্ষেত্রে মূল পেনশনার, স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন প্রাপ্য হবেন।”
আমার প্রশ্ন হল- প্রতিবন্ধী সন্তান মা বেচে থাকতেই পাবেন নাকি মায়ের মমৃত্যূর পরে আজীবন পাবে?
মায়ের মৃত্যুর পর।
Pension finished need live verification please answer me sir.
প্রথমে অ্যাপ দিয়ে ট্রাই করুন না হলে হিসাবরক্ষণ অফিসে চলে যান।
Tlme base pension time finished but live verification needed?please answer me sir.
হিসাবরক্ষণ অফিসে গিয়ে লাইভ ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। এনআইডি কার্ড নিয়ে এজি অফিসে চলে যান।
My family pension 15 years time finished.live verification need?sir tell me please.
পেনশন অটো বন্ধ হয়ে যাবে। ভেরিফিকেশন করেও লাভ হবে না।
আমার বাবা ও মা দুজনেই সরকারি চাকরী করতেন।বাবা মারা গেছে।মা আছে।একটা ভাই মানসিল রোগী।ভাইটা কি পেনশনার হবে?
মা চাইলে সন্তানকে মনোনয়ন প্রদান করতে পারে।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড কি পেনশন সুবিধা আছে নাকি নাই একটু বুঝিয়ে বলবেন প্লিজ
নাই।
Father&mother dead Familly pension son got how many years?
১৫ বছর
বাবার মৃত্যুর পর মা পেনশনের টাকা পান। মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা কে পাবে? বড় ছেলে না মেয়ে। যদি তাদের ছোট ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে কে পাবে?
২৫ বছর পূর্ণ হয়নি এমন কেউ।