অনলাইনে খুব সহজেই এখন সরকারি দুটি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যায়- এছাড়া মেসেজ করেও ফেলাফল দেখা যায় – এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
এইচএসসি পাশের হার ২০২৩?– সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাশ করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট শুরু হয়। সবগুলো বোর্ডে একই দিনে পরীক্ষা শুরু না হলেও ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হচ্ছে।
এইচএসসি পরীক্ষা দিয়েছিল কত জন? এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন। মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন ও কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নেয়।
এইচএসসি পরীক্ষার নম্বার সহ রেজাল্ট দেখার নিয়ম কি? এইচএসসি রেজাল্ট বের করার জন্য প্রথমেই অপনি একটি Browser থেকে উপরের ২ টি রেজাল্ট দেখার লিংক থেকে যে কোন একটি লিংকে ক্লিক করে চলে যান শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। Examination এর জায়গায় HSC/Alim সিলেক্ট করবেন।Year আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন। Board আপানার বোর্ডের নাম সিলেক্ট করবেন। Roll আপনার এইচ এস সি রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করে লিখবেন। Reg: No আপনার এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করে লিখবেন। সবশেষে একটি Chaptha পুরন করে Submit বাটনে ক্লিক করবেন। Submit বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে।
মোট জিপিএ ৫ এইচএসসি ২০২৩ । Hsc রেজাল্ট দেখার নিয়ম 2023
http://www.educationboardresults.gov.bd অথবা www.eboardresults.com
Caption: https://eboardresults.com
HSC Passing Rate 2023 । এইচএসসি পরীক্ষায় সকল শিক্ষা বোর্ডের পাশের হার দেখে নিন
- ঢাকা শিক্ষা বোর্ড – ৮৭.৫২%
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড – ৮৫.৭০%
- কুমিল্লা শিক্ষা বোর্ড – ৮০.৮৯%
- দিনাজপুর শিক্ষা বোর্ড – ৮২.৩৬%
- রাজশাহী শিক্ষা বোর্ড – ৮৮.২৯%
- বরিশাল শিক্ষা বোর্ড – ৮২.৫২%
- সিলেট শিক্ষা বোর্ড – ৮০.৩৬%
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড – ৮১.৯৮%
- যশোর শিক্ষা বোর্ড – ৮৫.৭৪%
- মাদ্রাসা শিক্ষা বোর্ড – ৮৭.৯২%
- কারিগরি শিক্ষা বোর্ড – ৮২.৬২%
জিপিএ ৫ কি গত বছরের চেয়ে কম এসেছে?
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজধানীর ঢাকা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাঁচজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৯২ জন। পাস করেছেন ১ হাজার ৮৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪। তবে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে এবার গত বছরের চেয়ে পাসের হার কমেছে শূন্য দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ কমেছে ২৬৯টি।