সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪০ নম্বর অনুচ্ছেদ মোতাবেক কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না, উক্ত বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে-Govt. Dual Citizenship Policy 2024
বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান
৪০। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না।
(২) কোনো কর্মচারী উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো বিভাগীয় কার্যধারা রুজু করিবার প্রয়োজন হইবে না।
(৪) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত হইবে।
বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি চাকরি আইন ২০১৮ দেখুন: ডাউনলোড
- ৯ম পে-স্কেল ও মহার্ঘ ভাতা সহ ৭ দফা দাবি ২০২৫ । সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী চলমান?
- সরকারি পুলিশ ভেরিফিকেশন ২০২৫ । সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম?
- নির্বাহী আদেশে ছুটি ২০২৫ । নির্বাহী আদেশে ঈদে অতিরিক্ত ছুটির প্রজ্ঞাপন কি জারি হয়েছে?
- Rest & Recreation Joining Letter 2025 । শ্রান্তি ও বিনোদন ছুটি শেষে কাজে যোগদানের আবেদন পত্র নমুনা
- সরকারি কল্যাণ তহবিলে কর্তনের হার ২০২৫ । বেতন থেকে সর্বোচ্চ হার ১৫০/- যা কর্মচারী-কর্মকর্তার ক্ষেত্রে সমান?