বাংলাদেশ সরকার সরকারি কার্যক্রম ডিজিটালাইজেশন করণের নিমিত্তে হিসাব ব্যবস্থাকে আরও সহজতর ও স্বচ্ছ করার জন্য চালু করেছে iBAS++ । এখন উপজেলা অফিসগুলোতে কর্মরত কর্মকর্তাগণও তাদের বেতন ও অন্যান্য ভাতাদির বিল অনলাইনেই সাবমিট করতে পারছেন।
সাধারণ ছুটি ছাড়াও অন্যান্য বিশেষ পরিস্থিতি বা ছুটিকালীন সময়ে অনেকেই স্মার্টফোন থেকে বেতন বিল সাবমিট করছে। অনলাইনে বেতন বিল সাবমিট করতে আপনিকে যে লিংকে যেতে হবে আইবাস ++ বেতন বিল। অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন। এতে ভিডিও টিউটোরিলও যুক্ত করা হয়েছে।
যারা অনলাইনে বেতন বিল মোবাইল বা ট্যাবের মাধ্যমে সাবমিট করে আসছেন তারা অনেক সময় অর্থ বছর বা বিলিং মাসের নাম একটিভ পান না অর্থাৎ নিম্নোক্ত ম্যাসেজ শো করে।
উপরোক্ত ম্যাসেজ শো করলে করনীয় কি তা আমরা দেখে নিব।
১। প্রথমত UC Browser ব্যবহার করে দেখতে পারেন, তাতে সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেই পাওয়া যায়।
২। সাধারণত স্মার্টফোনে বেতন বিল সাবমিটে কোন ঝামেলা পোহাতে হয় না। তবে আপনি ব্রাউজিং হিস্ট্রি, ক্যাচ ফাইল ডিলিট করে দেখতে পারেন।
৩। ফায়ারফক্স মোবাইল ব্রাউজার ব্যবহার করেন তাতে সমস্যার সমাধান পেতে পারেন।
৪। সাধারণত গুগল ক্রোম ব্যবহার করাই ভাল। আপনি ইউজার ডিলিট করে ট্রাই করুন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।
৫। আপনার ইন্টারনেট ব্রাউজারটি আপডেট কিনা দেখে নিন, সিকিউরিটি রিজনে ব্রাউজার আপডেট না হলেও সমস্যা হতে পারে।
৬। ব্রাউজার পরিবর্তন করেও সমাধাণ না পেলে অর্থ বছরে ক্লিক করে ২০১৯ অর্থাৎ অর্থ বছরের শুরুর অংশ লিখুন কাজ হতে পারে।
৭। ডাটা রিসিভ ক্যাপাসিটি কম থাকলেও এমন হয়, আপনি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে দেখতে পারে।
iBAS++ এর কোন অ্যাপ প্লে স্টোরে না থাকায় উপরোক্ত জটিলতা আপনাকে পোহাতেই হবে। ধৈর্য্য নিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।