বৈষম্য । দাবীর খতিয়ান । পুন:বিবেচনা

দক্ষিণ এশিয়ার শিক্ষকদের বেতন কাঠামো ২০২৪ । বাংলাদেশের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন যুক্তিযুক্ত?

বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান সে মোতাবেক মূল বেতন ১১ হাজার টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সর্বসাকল্যে পান সাড়ে ১৯ হাজার টাকার প্রায়-দক্ষিণ এশিয়ার শিক্ষকদের বেতন কাঠামো ২০২৪

শিক্ষকদের কেন ১০ম গ্রেড দেওয়া উচিৎ? প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরা যেতে পারে। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন ১৩তম গ্রেডে ১১০০০ টাকা মূল বেতন দিয়ে শুরু হয় সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা রয়েছে। যেখানে অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন ১২তম গ্রেডে বেতন পায় তবে অনেক প্রতিষ্ঠানে ১৬ গ্রেডেও ড্রাইভারদের বেতন ভাতা প্রদান করা হয়। ভারী লাইসেন্সধারীগণ ১৫ গ্রেডে বেতন পান।

সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য বিভাগে কাদের গ্রেড কত? সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান এবং বেতন গ্রেড: ১০ম । অন্যদিকে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, বেতন গ্রেড ১০ম এবং নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), বেতন গ্রেড ১০ম এবং উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), বেতন গ্রেড ১০ম এবং ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা: আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক সমমান, বেতন গ্রেড ১০ম (প্রস্তাবিত) )। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন ১০ম ও ৯ম গ্রেডে পেয়ে থাকেন। একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিইনএড), বেতন ১০ম গ্রেডে পান। তাহলে সহকারী শিক্ষক কেন নয়?

মাসিক মাথাপিছু আয় ২৩২ ডলার ? শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কাণ্ডারি। দেশ উন্নয়নশীল কাতারে, মাথাপিছু আয় ২৭৯৩ মার্কিন ডলার। ভিনদেশী ১০ লক্ষ রোহিঙ্গাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। নিজস্ব অর্থায়নে বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী ট্যানেল এখন দৃশ্যমান, দেশ আর্থিকভাবে সক্ষমতা অর্জন করেছে। আমরা নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা এখন রাষ্ট্র ক্ষমতায়। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার, সাম্য গড়ার প্রত্যয়ে উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথি হিসেবে আমরা প্রাথমিক শিক্ষকরা সমতার স্মার্ট নাগরিক গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।

এশিয়ার মধ্যে বাংলাদেশে কি সর্বনিম্ন বেতন সহকারী শিক্ষকদের জন্য / এত কম বেতন কেন শিক্ষকদেরজন্য

বাংলাদেশে ডলার রেট ১২০ টাকা সে হিসেবে ১৭০ ডলারে ১৭০.০২*১২০ = ২০,৪০২ টাকা। এটি মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও অন্যান্য ভাতা সহ মোট বেতন।

Caption: Banik Barta

প্রাইমারী সহকারী শিক্ষকদের দাবী ২০২৪ । ১০ গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে সহকারী শিক্ষকদের যুক্তি কি?

  1. সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতনের গ্রেড ১০ম।
  2. পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড ১০ম। ৩. নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং) বেতন গ্রেড ১০ম।
  3. উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগের যোগ্যতা (চার বছরের কৃষি ডিপ্লোমা) এইচএসসি বেতন গ্রেড ১০ম প্রস্তাবিত।
  4. মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের যোগ্যতা স্নাতক বা সমমানের বেতন গ্রেড ১০ম ও ৯ম।
  5. এছাড়া পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে, তাদের শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ। বেতন ১০ম গ্রেড।
  6. প্রাথমিক শিক্ষকদের সঙ্গে অন্যান্য সমযোগ্যতাসম্পন্ন কর্মচারীদের সঙ্গে বিশাল বৈষম্য। এ বৈষম্যের নিরসন, সহকারী শিক্ষকদের প্রাণের দাবী ।

ভারতে প্রাথমিক শিক্ষকদের বেতন কত?

ভারতের প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের ইনস্টিটিউট অব এডুকেশন ২০১০ সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। ‘দ্য ইমপ্যাক্ট অব দ্য সিক্সথ পে কমিশন অন টিচার স্যালারিস এসেসিং ইকুইটি অ্যান্ড এফিসিয়েন্সি ইফেক্টস’ শীর্ষক ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০০৪ সালে ভারতের উত্তর প্রদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ছিল ৯০ ডলার ৪৯ সেন্ট এবং পশ্চিমবঙ্গে ছিল ১১১ ডলার ৮৪ সেন্ট। ২০০৯ সালে উত্তর প্রদেশে শিক্ষকদের বেতন প্রায় ১১৫ শতাংশ বাড়িয়ে ২১৬ ডলার ৬৭ সেন্ট করা হয়। অপরদিকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশনের বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেসিক বেতন ৩৪৭ ডলার ৯৬ সেন্ট। চীন, মালদ্বীপ, মালয়েশিয়াসহ এশিয়ার অধিকাংশ দেশই প্রাথমিক শিক্ষকদের বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রায় দ্বিগুণ করেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৪ (সংশোধন) । প্রাইমারি শিক্ষকদের চাকরি স্থায়ী হওয়া নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি?বেতন বৈষম্য দূরীকরণে গ্রেড উন্নীতকরণ । প্রাথমিক শিক্ষকদের এখন ১৩তম গ্রেডে নিয়োগ হয়প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা ২০২২ । সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)
সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২২ । অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবরপ্রাথমিক শিক্ষক বদলির অনলাইন আবেদন । শিক্ষক বদলির অনলাইন বদলির সময়সীমা বৃদ্ধি ২০২২প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডের চাকুরিকালের সাথে পূর্ব চাকরি গণনায় উচ্চতর গ্রেড নয়।
   

 

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২৩ । শিক্ষক ও পোষ্যদের আর্থিক সুবিধাদি নিশ্চিত করবে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *