বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কল্যাণ ভাতা, যৌথবীমা ও দাফন কাফন বা অন্তেষ্টিক্রিয়ার অর্থ মঞ্জুর সংক্রান্ত নির্দেশনা জারি করেছে – অনধিক ৫ বছরের মধ্যে প্রস্তাব প্রেরণ করতে হবে – কল্যাণদাবী মঞ্জুরকারী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ ২০২২
কল্যাণ ভাতা কি? – প্রজাতন্ত্রের কর্মচারীদের সেবাপ্রদানের লক্ষ্যে বোর্ডকে একটি দক্ষ, যুগোপযোগী ও তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ কল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে প্রজাতন্ত্রের অসামরিক কাজে নিয়োজিত বোর্ডের অধিক্ষেত্রের সকল কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের কল্যাণ সাধনে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর ৩০ অক্টোবর, ২০২২ তারিখের ৩৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণভাতা- যৌথবীমা ও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান প্রদানের ক্ষেত্রে (ক) কর্মচারীর মৃত্যুর ৩ বছরের মধ্যে প্রাপ্ত আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালকগণ নিষ্পত্তি করবেন।
বিশেষ ক্ষেত্রে কর্মচারীর মৃত্যুর ৩ বছরের অধিক ৫ বছরের মধ্যে প্রাপ্ত আবেদন মহাপরিচালক নিষ্পত্তি করবেন। অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীর কল্যাণ ভাতার আবেদন একইভাবে নিষ্পত্তি হবে। দেওয়ানী মামলাজনিত আইনগত কারণে বিলম্বে প্রাপ্ত আবেদন নিষ্পত্তিতে সময়সীমা থাকবে না।
বিভাগীয় পরিচালক বা মহাপরিচালক কোন কেস নিষ্পত্তি করবেন সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে / অক্ষমতাজনিত পেনশন একইভাবে মঞ্জুর হইবে
সময় ভেদে আবেদন কার কাছে প্রেরণ করতে হবে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের আবেদন দাখিলের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২২
- রাজস্বখাতের কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী সর্বশেষ বেতন নির্ধারণ বিবরণীর (Pay fixation) কপি এবং তালিকাভুক্ত স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাকরি বহির ৩য় পৃষ্ঠা/এস.এস.সি সনদ (অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি);
- মৃত্যু সনদের ফটোকপি অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত (রেজিস্টার্ড চিকিৎসক/ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত);
- ওয়ারিশান সনদ (স্বামী/স্ত্রী, মা-বাবা ও সন্তানদের বয়স, সম্পর্ক, পেশা, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক স্থানীয় ইউ.পি. চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতাপত্র (স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- চাকরি হতে স্বেচ্ছায়/বাধ্যতামূলক/অক্ষমতাজনিত কারণে/স্বাভাবিক অবসরের ক্ষেত্রে অবসরের অফিস আদেশের ফটোকপি (অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত);
- মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)(অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত);
- কর্মচারীর স্বামী বা স্ত্রী ব্যতীত পরিবারের অন্য সদস্যের মৃত্যুর ক্ষেত্রে দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের জন্য নির্ভরশীলতার সনদ (ইউ. পি. চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- কর্মচারীর ও আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত);
- বেতন প্রদানের তারিখ উল্লেখপূর্বক শেষ বেতনের সনদ (এলপিসি), আয়ন-ব্যয়ন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা (এজি) কর্তৃক প্রতিস্বাক্ষরিত;
- স্ত্রীর ক্ষেত্রে পুনরায় বিবাহ না হওয়ার সনদ (বয়স ৫০ বছর পর্যন্ত) এবং কন্যা ও ভগ্নির ক্ষেত্রে বিবাহ না হওয়ার সনদ (স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
- স্বামী বা স্ত্রী ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য আবেদনকারী হলে নির্ভরশীলতার সনদ (ইউ. পি. চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃক প্রতিস্বাক্ষরিত)(প্রযোজ্য ক্ষেত্রে);
- কর্মচারীর মৃত্যুর পর আবেদন দাখিল করতে ৬ মাসের বেশি বিলম্ব হলে কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বের ব্যাখ্যা প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে);
- অনলাইনে পূরণকৃত আবেদন ফরমে কর্তৃপক্ষের স্বাক্ষর ও সীল, কর্মচারীর স্বাক্ষর, স্মারক নং ও তারিখ প্রদানপূর্বক ফরমের স্ক্যান কপি।
সেবা প্রাপ্তির শর্ত কি?
“কল্যাণ-যৌথবীমা-দাফন” অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের হার্ড কপিতে প্রয়োজনীয় কাগজপত্রাদি অফিস কর্তৃক প্রতিস্বাক্ষর করে সংযুক্ত করত প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা এবং বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় পরিচালক বরাবরে একটি অগ্রায়ন পত্রের মাধ্যমে প্রেরণ করতে হয়। মৃত ব্যক্তির একাধিক স্ত্রী/একাধিক আবেদনকারী থাকলে প্রত্যেককে পৃথক আবেদনকারী হিসেবে আবেদন করতে হয়। ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান করতে হবে।