সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

জাতীয় সঞ্চয় বন্ডে পুনঃবিনিয়ােগ সর্বোচ্চ ১ কোটি টাকা সংক্রান্ত।

“অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ০৩-১২-২০২০ তারিখের ০৮.০০.০০০০.০৪১.২২.০১৭.১৬.৭৯ নম্বর প্রজ্ঞাপন জারির তারিখের মধ্যে পুনঃবিনিয়ােগের কার্যক্রম সম্পন্ন না হয়ে থাকলে কিংবা প্রজ্ঞাপন জারির পর পুনঃবিনিয়ােগের জন্য বন্ডধারক লিখিত অনুরােধ করে থাকলে সর্বোচ্চ ০১ (এক) কোটি টাকার পুনঃবিনিয়ােগ সুবিধা প্রাপ্য হবেন।”

বাংলাদেশ ব্যাংক

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০

www.bb.org.bd

ডিএমডি সার্কুলার লেটার নং-০১ ০৩ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ তারিখ: – ১৭ জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক (শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ব্যতীত)

প্রিয় মহােদয়,

জাতীয় সঞ্চয় বন্ডে পুনঃবিনিয়ােগ প্রসঙ্গে।

জাতীয় সঞ্চয় বন্ড (ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) এর বিধিমালা/নীতিমালা সংশােধন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৩ ডিসেম্বর ২০১০ তারিখের প্রজ্ঞাপন নং-০৮.০০.০০০০.০৪১.২২.০১৭.১৬.৭৯ ও ০৮.০০.০০০০.০৪১.২২.০১৭.১৬.৮০ এর প্রেক্ষিতে ইতােপূর্বে জারিকৃত ২০ ডিসেম্বর ২০১০ তারিখের ডিএমডি সার্কুলার লেটার নং-০৯ এর অনুবৃত্তিক্রমে সঞ্চয় বন্ডে পুনঃবিনিয়ােগ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬ জানুয়ারি ২০২২ তারিখের ০৮.০০.০০০০.০৪১.২২.০০৭.২০.২ নম্বর পত্রের নির্দেশনা নিম্নরূপ:

“অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ০৩-১২-২০২০ তারিখের ০৮.০০.০০০০.০৪১.২২.০১৭.১৬.৭৯ নম্বর প্রজ্ঞাপন জারির তারিখের মধ্যে পুনঃবিনিয়ােগের কার্যক্রম সম্পন্ন না হয়ে থাকলে কিংবা প্রজ্ঞাপন জারির পর পুনঃবিনিয়ােগের জন্য বন্ডধারক লিখিত অনুরােধ করে থাকলে সর্বোচ্চ ০১ (এক) কোটি টাকার পুনঃবিনিয়ােগ সুবিধা প্রাপ্য হবেন।”

উপযুক্ত নির্দেশনার আলােকে জাতীয় সঞ্চয় বন্ডে পুনঃবিনিয়ােগের কার্যক্রম সম্পন্ন করার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া হলাে।

আপনাদের বিশ্বস্ত
(খােন্দকার সিদ্দীকুর রহমান)

মহাব্যবস্থাপক

ফোন: ৯৫৩০১৩১

জাতীয় সঞ্চয় বন্ডে পুনঃ বিনিয়ােগ সর্বোচ্চ ১ কোটি টাকা সংক্রান্ত: ডাউনলোড

সঞ্চয়পত্র নিয়ে ৪১টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *