নৈমিত্তিক ছুটির দরখাস্তের ফরম । CL Leave Form

একজন সরকারি কর্মচারীর দৈনন্দিন পারিবারিক বা ব্যক্তিগত কাজ সম্পন্নের জন্য নৈমিত্তিক ছুটি নিতে হয়। এক্ষেত্রে কিভাবে দরখাস্ত লিখবেন বা কথা গুলো কিভাবে সাজাবেন সেটি নিয়ে চিন্তিত হতে হয়। আমার কেউ কেউ দরখাস্ত লিখতে পারেন না, তাদের অন্যের দ্বারস্থ হতে হয় চাইলে এই ফরমগুলো অনুসরণ করে আপনি আপনার নৈমিত্তিক ছুটির দরখাস্তটি লিখে ফেলতে পারেন। সংযুক্তিতে অনেকগুলো দপ্তরের CL Leave Form বা নৈমিত্তিক ছুটির দরখাস্তের নমুনা দেয়া হলো।

বরাবর,
প্রকৌশলী
বাংলাদেশ বেতার
সাভার, ঢাকা।

বিষয়ঃ ……………(……….) দিনের নৈমিত্তিক ছুটির এবং কর্মস্থল ত্যাগের জন্য আবেদন।

মহোদয়,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, কারণে আগামী ………………………..খ্রিঃ হতে……………………………খ্রিঃ পর্যন্ত মোট…………(………….) দিনের নৈমিত্তিক ছুটি /নৈমিত্তিক ছুটির সাথে কর্মস্থল ত্যাগের প্রয়োজন।

অতএব, উক্ত. ……..(……..) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর এবং কর্মস্থল ত্যাগের অনুমতি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি।

 আপনার অনুগত,

তারিখঃ

মোবাইল নম্বরসহ ছটিকালীন ঠিকানাঃ

ইতোপূর্বে ভোগকৃত নৈমিত্তিক ছুটির সংখ্যা

প্রাপ্য ছুটির সংখ্যা

ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মচারীর নাম ও পদবী

নৈমিত্তিক ছুটির দরখাস্তের ফরম । CL Leave Form : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *