প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতা।

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর অনুচ্ছেদ ৩.০৩ (ক) কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান যদি দৈহিক বা মানসিক অসামর্থের কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন হইয়া উপার্জনে অক্ষম হন তবে তিনি নিম্নবর্ণিত শর্তে আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন:

শর্তাবলী:

(১) সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী হিসাবে সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন এবং পরিচয়পত্র থাকিতে হইবে;

(২) কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকিলে তিনি চাকরিরত অবস্থায় কিংবা পেনশন ভোগরত অবস্থায় উক্ত প্রতিবন্ধী সন্তানের বিষয়ে উপযুক্ত দলিল-দস্তাবেজসহ তাহার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত করিবেন;

(৩) কর্মচারীর প্রতিবন্ধী সন্তান দৈহিক বা মানসিক অসমার্থ্যের কারণে স্থায়ী ভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন ও উপার্জনে অক্ষম মর্মে সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

(৪) পেনশনারের প্রতিবন্ধী সন্তান/সন্তানগণ প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি করিলে পিতা/মাতার উত্তরাধিকারী হিসাবে তিনি/তাহারা আজীন পারিবারিক পেনশন প্রাপ্য হইবেন না।

(৫) কর্মচারীর মৃত্যুর পর তাহার প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন ভোগের অধিকারী হইলে উক্ত সন্তান নিজে বা তাহার পক্ষে তাহার পরিবারের কোনো সদস্য বা আত্মীয়কে তাহার পিতা /মাতার নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর প্রতিবন্ধীতার নিবন্ধন ও পরিচয়পত্র, উত্তরাধিকার সনদপত্র, তাহার পিতা/মাতার পেনশন মঞ্জুরির আদেশ এবং পিপিওসহ আবেদন করিতে হইবে;

(৬) কর্মচারীর পারিবারিক পেনশন ভোগের যোগ্য সদস্যের মৃত্যুর পর একবার পারিবারিক বন্ধ হইলে পরবর্তীতে শুধু প্রতিবন্ধীতার দাবীতে উক্ত পারিবারিক পেনশন পুনরায় চালু করা যাইবে না; এবং

(৭) কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতার বিষয়ে উক্ত কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “প্রতিবন্ধী সন্তানের পেনশন প্রাপ্যতা।

  • আমার বাবা প্রতিবন্ধি আমার সেনাবহিনীতে ৫ফুট ৫ ইনচিয়ে হবে

  • বাবা কি করতেন?

  • আমার পিতার মৃত্যুর পর আমার মাতা পেনশন পান এবং আমার মা ও মারা যান প্রায় এক মাস হইছে। আমার এক প্রতিবন্ধী বোন আছে ।এবং তার প্রতিবন্ধী কাড আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের উপজেলা পেনশন অফিসে গিয়েছি তারা বলে আপনার বাবা যে ডিপার্টমেন্টে চাকরি করত সেই ডিপার্টমেন্টে যান ।এখন আপনি আমাকে একটা পন্থা বলে দে কিভাবে আমার প্রতিবন্ধী বনের নামে পেনশন টা করতে পারি । এবং কোথায় যেতে হবে তার ঠিকানা টা বলুন তাহলে আমি খুব উপকৃত হব আমার ফোন 01815544305

  • এটিই নিয়ম। আপনার বাবা যে অফিস থেকে পেনশনে গিয়েছেন। অর্থাৎ শেষ কর্মস্থলে আপনার বোনকে নিয়ে চলে যান। তারাই কাগজপত্র সব রেডি করে দিবেন। প্রতিবন্ধী সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। পারিবারিক পেনশন পেতে পেনশনভোগীর মৃত্যু হইলে পারিবারিক পেনশনে যে কাগজপত্র লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *