বাংলাদেশ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়, কাকরাইল, ঢাকার ১৩/০৯/২০১৭ তারিখের সিএজি/পদ্ধতি-১/বেতন নির্ধারণ/মতামত/৫৪৫/১০৪ নম্বর পত্র অনুসরণ করে স্বয়ংক্রিয় উচ্চতর গ্রেড প্রদান করা হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭(১ হতে ৪) অনুচ্ছেদ অনুসারে অডিটর পদে গৃহীত ১০ (দশ) বৎসরের উচ্চতর গ্রেড সুবিধার প্রাপ্যতার বিষয়ে বিভিন্ন সুত্রালোকে আলোচনা করে মামলা চলমান থাকা সত্বেও উচ্চতর গ্রেড প্রদান করা হয়।
জনাব আমজাদ হোসেন, এসএএস অধীক্ষক (দ:দা:) এবং জনাব মুহাম্মদ রুহুল আমিন, এসএএস অধিক্ষক (চ:দা:) ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ২০০৪ সালে অডিটর পদে নিয়োগ প্রাপ্ত হয়ে ৮ বছর পূর্তিতে ২০১২ সালে ১ম টাইম স্কেল এবং পরবর্তীতে জাতীয় বেতন স্কেল/২০১৫ এর ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড হিসেবে ৯ম গ্রেড প্রাপ্ত হয়েছেন। উচ্চতর গ্রেড প্রাপ্যতা সম্পর্কিত অনুচ্ছেদ ৭(১-৪) এর ব্যাখ্যা প্রদান করে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে ২১/০৯/২০১৬ খ্রি: তারিখে পরিপত্র নং ০৭.০০.০০০০.১৬১.০০.০০২.১৬(অংশ-১).২৩২ জারী হলে সে অনুসারে তাদের উচ্চতর গ্রেডের সুবিধা প্রাপ্তির বিষয়টি প্রশ্ন বিদ্ধ হয়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রানের লক্ষ্যে উল্লিখিত কর্মকর্তাদ্বয় সমেত আরও অনেক কর্মকর্তা/কর্মচারী কর্তৃক সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনে একটি রীট মামলা দায়ের করা হলে রীটের শুনানী অন্তে তাদের পক্ষে রুল জারী করা হয় এবং শেষ পর্যন্ত তাদের উচ্চতর গ্রেড প্রদান করা হয়।
বিস্তারিত জানতে এ সংক্রান্ত আদেশ বা পত্রটি পড়ে নিতে পারেন: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।