নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি – ৫ (প্রাপ্যতাবিহীন ছুটি (Leave not due) সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়েছে। এলপিআর এর ক্ষেত্র ব্যতীত একজন স্থায়ী সরকারী কর্মচারীকে সমগ্র চাকুরীর জীবনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ বার মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্ধ গড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা যাইবে-সরকারি প্রাপ্যতাবিহীন ছুটি বিধি ২০২৪
(১) এলপিআর এর ক্ষেত্র ব্যতীত একজন স্থায়ী সরকারী কর্মচারীকে সমগ্র চাকুরীর জীবনে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সর্বোচ্চ বার মাস এবং মেডিকেল সার্টিফিকেট ব্যতীত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্ধ গড় বেতনে প্রাপ্যতাবিহীন ছুটি প্রদান করা যাইবে ।
(২) কোনো স্থায়ী সরকারী কর্মচারী প্রাপ্যতাবিহীন ছুটি ভোগ শেষে কর্মে প্রত্যাবর্তন করার পর পুনঃ কর্মকালীন সময় দ্বারা ভোগকৃত প্রাপ্যতাবিহীন ছুটি সমন্বয় না হওয়া পর্যন্ত, তিনি কোন ছুটি প্রাপ্য হইবেন না ।
নোট এই বিধির ২নং অনুচ্ছেদের অধীনে ছুটি অর্জন বলিতে ২ (১) (iii) নং বিধি মোতাবেক ছুটি অর্জন বুঝাইবে এবং গড় বেতনের ছুটির সহিত ইহার কোনো সম্পর্ক নাই ।
Various Kind of Leave Bangladesh
নৈমিত্তিক বা অর্জিত ছুটি না জমা না থাকলেও?
হ্যাঁ। যদি আপনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছুটি কাটিয়ে না থাকেন অথবা বাধ্য হয়ে অসুস্থতা বা অন্য কোন ব্যক্তিগত কারণে ছুটি কাটিয়েছেন বা কাটাতে চান- ছুটি জমা না থাকলেও কর্তৃপক্ষ প্রাপ্যতা বিহীন ছুটি মঞ্জুর করতে পারেন। পরবর্তী অর্জিত ছুটি জমা হলে কর্তৃপক্ষ ছুটির হিসাব হতে তা বিয়োগ করবেন।
নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯: ডাউনলোড সূত্র । The Prescribed Leave Rules, 1959: ডাউনলোড