চাপরাশি পদনাম অফিস সহায়ক হিসেবে পরিবর্তন সংক্রান্ত পরিপত্র।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৭ আগস্ট ২০১৯ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২(অংশ-১)-১৬১ নম্বর পরিপত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়ক কর্মচারী (পূর্ব পদ-চাপরাশি) পদনাম অফিস সহায়ক হিসেবে পরিবর্তন করা হয়েছে।

 সরকারি অফিসে বিদ্যমান পুরানো পদনাম পরিবর্তন সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ ফেব্রুয়ারি ২০১৪ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫১.১৬.০৩৬.১২-৫০ সংখ্যক পরিপত্রের (গ) এর ১১ নং ক্রমিকে বর্ণিত প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহায়ক কর্মচারী (পূর্বপদ-চাপরাশি) পদের পদনাম “অফিস সহায়ক ” হিসেবে পরিবর্তন করা হলো।

 ২। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 পরিপত্রটি স্বাক্ষর করেছেন সচিব ফয়েজ আহম্মদ।

 চাপরাশি পদনাম অফিস সহায়ক হিসেবে পরিবর্তন সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

 প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: সকল পদনামতো ২০১৪ সালেই পরিবর্তন করা হয়েছে এটা আবার কি?
  • উত্তর: সহায়ক কর্মচারী বা চাপরাশি পদটি চাপরাশি থেকে সহায়ক কর্মচারী করা হয়েছিল। যেহেতু চাপরাশি পিয়ন বা অফিস সহায়ক পদের দায়িত্ব পালন করে তাই এই পদনামটিও পরিবর্তন করে অফিস সহায়ক করা হলো।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3062 posts and counting. See all posts by admin