চালানের মাধ্যমে সােনালী ব্যাংক লিমিটেড-এর ঢাকা রেজিস্ট্রেশন শাখায় ভ্যাট বাবদ জমাকৃত ৬৭,৫০,০০০/- (সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ১-১১৩৩০০১০-০৩১১ কোড হতে ফেরত প্রদানের লক্ষ্যে ডিডিও, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ) কমিশনারেট-এর অনুকূলে নির্দেশক্রমে অথরিটি প্রদানের মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। চালানে জমাকৃত অর্থ ফেরত পেতে বা কোড পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই অর্থমন্ত্রণালয় হতে মঞ্জুরী নিতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাজেট অনুবিভাগ-১ বাজেট অধিশাখা-২
স্মারক নং-০৭.০০.০০০০.১০২.২০.০০৩.২১ (অংশ-১)-৫২১ তারিখঃ – ২৪ নভেম্বর ২০২১ খ্রিঃ
বিষয়ঃ অতিরিক্ত জমাকৃত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত।
সূত্রঃ জাতীয় রাজস্ব বাের্ডের স্মারক নং-০৮.০১.০০০০.০৬৮.২৫.০৩৪.১৪/৩২৪, তারিখঃ ০২ নভেম্বর ২০২১ খ্রিঃ
উপযুক্ত বিষয় ও সূত্রের জনাব আরিফ আলম কর্তৃক বাড়ী নং-০৫, রােড নং-২০, গুলশান-১, ঢাকা-১২১২ দুই তলা বিশিষ্ট ২৯৭০ বর্গফুট ইমারত ক্রয়ের বিপরীতে বিগত ১২ জানুয়ারি ২০২০ তারিখ ৫২৪নং চালানের মাধ্যমে সােনালী ব্যাংক লিমিটেড-এর ঢাকা রেজিস্ট্রেশন শাখায় ভ্যাট বাবদ জমাকৃত ৬৭,৫০,০০০/- (সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ১-১১৩৩০০১০-০৩১১ কোড হতে ফেরত প্রদানের লক্ষ্যে ডিডিও, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ) কমিশনারেট-এর অনুকূলে নির্দেশক্রমে অথরিটি প্রদানের মঞ্জুরি আদেশ জারি করা হলাে। তবে শর্ত থাকে যে,
(ক) এ অর্থ জনাব আরিফ আলম-এর অনুকূলে ফেরত প্রদান ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না;
এবং
(খ) এ অর্থ ভবিষ্যতে অডিটের মাধ্যমে নিরূপিত মােট প্রদেয় অর্থের সাথে সমন্বয় করতে হবে।
(তনিমা তাসমিন)
উপসচিব
ফোনঃ ৯৫৭৬০২৯
ই-মেইল-tanimatasmin75@gmail.com
ট্রেজারি চালানে অতিরিক্ত জমাকৃত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত: ডাউনলোড
FAQ’s
১। চালানে জমাকৃত অর্থ কি ফেরত পাওয়া যায়?
উত্তর: অর্থমন্ত্রণালয়ের মঞ্জুরী ছাড়া ফেরত পাওয়া যাবে না।
২। কোড পরিবর্তন করা যায়?
উত্তর: না। পরিবর্তন করতে হলে টাকা উত্তোলন করে পুন: জমা দিতে হবে।
আমি ভুলবশতঃ প্রতিষ্ঠানের আয়করের টাকা ভ্যাটের আইডিতে জমা দিয়েছি। টাকার পরিমাণ ১৫ হাজার (চালান সংখ্যা: ১৫টি)। ০১দিন পর লোকাল বাঞ্চ এবং হেড অফিসে ব্যাংকে যোগযোগ করলে ব্যাংক জানায় এই টাকা ফেরৎ বা নিদির্ষ্ট আইডিতে সংশোধন করা সম্ভব নয়। এক্ষেত্রে কিভাবে এটার সমাধান পাবো?
এটা ফেরৎ পাওয়া বা কোড পরিবর্তন করা খুবই কঠিন। টাকার পরিমাণ খুব বেশি হলে অর্থ মন্ত্রণালয় থেকে মঞ্জুরী আনতে হবে। অতিরিক্ত জমাকৃত অর্থ ফেরত প্রদান সংক্রান্ত।
আমি যে প্রতিষ্ঠানে জব করি সেখানে পরিবেশের ছাড়পত্র নবায়ন ফি+ ভ্যাট বাবদ গত মাসে (১২০,০০০/-+১৮,০০০/-)=১৩৮,০০০/- টাকা সোনালী ব্যাংক আশুলিয়া শাখায় জমা প্রদান করি নির্ধারিত কোডে।
আজ জানতে পারি উক্ত কোড পরিবর্তন হয়েছে যা আমার জানা ছিলো না।
এমতাবস্থায় আমি কিভাবে এই সমস্যা হতে উদ্ধার পেতে পারি?
অনুগ্রহ পূর্বক জানাবেন।।
ধন্যবাদ।
অর্থমন্ত্রণালয়ের আদেশ ছাড়া অর্থফেরত পাওয়া যাবে না। ব্যাংকের প্রত্যয়নপত্র ও চালানের কপি নিয়ে আবেদন করুন।
শাহিনুর সাহেব আমারও আপনার মত সেম হয়েছে এক্ষেত্রে কি করতে পারি নির্ধারিত নতুন করে জমা দিতে পারছেন আপনি।