পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২

সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদের কিছু কর্মকর্তাগণকে ” বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪” এর বিধি ৫(৩) অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) পদোন্নতি  প্রদান করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিবালয় অধিশাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১৩৮.১২.০৩০.২০.৬৩৫; তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২২

প্রজ্ঞাপন

সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ” বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪” এর বিধি ৫(৩) অনুযায়ী সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) পদোন্নতি  প্রদান করা হলো:

সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২

০২। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) হিসেবে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্ব-স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন।

০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে

আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম

উপসচিব

ফোন: ৯৫১৪০৭১

সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বর্হিভূত) পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২ : ডাউনলোড

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি (ক্যাডার বহির্ভূত) : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *