Govt Staff Suspend Facilities Not Due । সাময়িক বরখাস্ত থাকার সময়ে যে সুযোগ সুবিধা পাইবেন না।
সাময়িক বরখাস্ত হলে উচ্চতর গ্রেড, পদোন্নতি বা অন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হইবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং Ed(Reg. IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ মোতাবেক সাময়িক বরখাস্ত থাকার সময়ে নিম্নোক্ত সুযোগ সুবিধাদি পাইবেন না-
(১) ভ্রমণ ভাতা;
(২) যাতায়াত ভাতা;
(৩) বাসায় টেলিফোন সুবিধা;
(৪) বাসায় অর্ডারলির সুবিধা;
(৫) বাসায় পত্রিকা সুবিধা;
(৬) আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ।
- সামাজিক নিরাপত্তা ভাতার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি ২০২৫ । ভাতার টাকা পেতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে NID-নিবন্ধিত সিম বাধ্যতামূলক?
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: শুক্র-শনিবারে কাটছে ৯ দিন, লম্বা ছুটি কবে?
- Celebrate the Month of Love with Exclusive Bonuses at TK999APPS — Special Promotions for Bangladeshi Players
- সরকারি ক্রয় কার্যক্রমে বড় সংস্কার ২০২৫ । ই-জিপি-তে ডকুমেন্ট দাখিল বাধ্যতামূলক, সরলীকরণ হলো টু-স্টেজ টেন্ডার প্রক্রিয়া?
- রিয়েল এস্টেট ক্রেতাদের জন্য সুখবর ২০২৫ । জমি হস্তান্তর ও নামজারিতে অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করলো সরকার?
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সরকারি বাসায় বসাবাস করা যাবে কি?
- উত্তর: হ্যাঁ যাবে।
- প্রশ্ন: অফিস আসতে হবে কি প্রতিদিন?
- উত্তর: হ্যাঁ , আসতে হবে।
- প্রশ্ন: বেতন কি পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। মূল বেতনের অর্ধেক।




সাময়িক বরখাস্তকালীন বদলী করা যাবে কি?
হ্যাঁ। কর্তৃপক্ষ করতেই পারে।
সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় উপস্থিতি স্বাক্ষর করতেহবে কী?
জি। করতে হবে।
সাময়িক বরখাস্ত হলে কি পদন্নোতি পাবেন ?
না।
সাময়িক বরখাস্ত থাকলে কি জিপিএফ এর টাকা কর্তন বন্ধ থাকে? এপ্রিল/২৩ মাসের বেতন বিলে তো তাই দেখছি। একটু জানাবেন প্লিজ…
স্থগিত রাখা হলে বন্ধ থাকবে। অন্যথায় বন্ধ থাকার কথা নয়।
মাদক মামলায় গ্রেফতার ও জামিন লাভের আড়াই মাস পরে কতৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছন।এ অবস্থায় করনীয় কি?
বিভাগে যোগাযোগ করুন। মামলা নিষ্পত্তি হলে সাময়িক বরখাস্ত স্থগিত হয়ে বহাল আদেশ জারি হবে।
সাময়িক বরখাস্ত কালীন কি জিপিএফ হিসাব হতে ঋণ/টাকা উত্তোলন করা যাবে এবং জিপিএফ এর সমস্ত কর্তন কি স্থগিত রাখা যাবে? প্লীজ জানাবেন
জমা কর্তন কমানো বা স্থগিত রাখা যাবে। কোন অর্থ উত্তোলন করতে পারবেন না।
সাময়িক বরখাস্ত থাকাকালীন টিফিন ভাতা আইবাসে যোগ হচ্ছে না কেন? সব জায়গায় দেখলাম শুধু মূল বেতনের অর্ধেক খরপোষ ভাতা পাবে। বাকি সব পাবে। তাহলে টিফিন ভাতা যোগ হচ্ছে না কেন?
আইবাস++ টিমের সাথে যোগাযোগ করতে হবে। সাময়িক বরখাস্তের আদেশে কিভাবে লেখা আছে সেটির উপর নির্ভর করে। নিয়মিত অফিসে যাতায়াত করলে যাতায়াত এবং টিফিন ভাতা পাবেন অন্যথায় পাবেন না।