সাময়িক বরখাস্ত হলে উচ্চতর গ্রেড, পদোন্নতি বা অন্য কোন আর্থিক সুবিধা প্রাপ্য হইবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং Ed(Reg. IV)-202/83-39 তারিখ: ১০ মে, ১৯৮৩ মোতাবেক সাময়িক বরখাস্ত থাকার সময়ে নিম্নোক্ত সুযোগ সুবিধাদি পাইবেন না-
(১) ভ্রমণ ভাতা;
(২) যাতায়াত ভাতা;
(৩) বাসায় টেলিফোন সুবিধা;
(৪) বাসায় অর্ডারলির সুবিধা;
(৫) বাসায় পত্রিকা সুবিধা;
(৬) আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ।
- NID Online Copy 2025 । এনআইডি অনলাইন কপি কি সকল কাজে ব্যবহারের অনুমতি আছে?
- লাম্পগ্র্যান্ট মঞ্জুরীর বিধান ২০২৫ । যে সকল ক্ষেত্রে পাওনা ছুটি নগদায়ন করা যাবে না
- ভূমি উন্নয়ন কর (খাজনা) ২০২৫ । সরকারি ভূমি উন্নয়ন কর হিসাব দেখুন
- Social Media Use instructions bd 2025 । সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নতুন সরকারি নির্দেশনা কি?
- বেসরকারি মেডিকেল কোর্স ফি ২০২৫ । প্রাইভেটে ডাক্তারি পড়তে প্রতি মাসে কত টাকা খরচ হয়?
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: সরকারি বাসায় বসাবাস করা যাবে কি?
- উত্তর: হ্যাঁ যাবে।
- প্রশ্ন: অফিস আসতে হবে কি প্রতিদিন?
- উত্তর: হ্যাঁ , আসতে হবে।
- প্রশ্ন: বেতন কি পাওয়া যাবে?
- উত্তর: হ্যাঁ যাবে। মূল বেতনের অর্ধেক।
সাময়িক বরখাস্তকালীন বদলী করা যাবে কি?
হ্যাঁ। কর্তৃপক্ষ করতেই পারে।
সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় উপস্থিতি স্বাক্ষর করতেহবে কী?
জি। করতে হবে।
সাময়িক বরখাস্ত হলে কি পদন্নোতি পাবেন ?
না।
সাময়িক বরখাস্ত থাকলে কি জিপিএফ এর টাকা কর্তন বন্ধ থাকে? এপ্রিল/২৩ মাসের বেতন বিলে তো তাই দেখছি। একটু জানাবেন প্লিজ…
স্থগিত রাখা হলে বন্ধ থাকবে। অন্যথায় বন্ধ থাকার কথা নয়।
মাদক মামলায় গ্রেফতার ও জামিন লাভের আড়াই মাস পরে কতৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছন।এ অবস্থায় করনীয় কি?
বিভাগে যোগাযোগ করুন। মামলা নিষ্পত্তি হলে সাময়িক বরখাস্ত স্থগিত হয়ে বহাল আদেশ জারি হবে।
সাময়িক বরখাস্ত কালীন কি জিপিএফ হিসাব হতে ঋণ/টাকা উত্তোলন করা যাবে এবং জিপিএফ এর সমস্ত কর্তন কি স্থগিত রাখা যাবে? প্লীজ জানাবেন
জমা কর্তন কমানো বা স্থগিত রাখা যাবে। কোন অর্থ উত্তোলন করতে পারবেন না।