সরকারী, আধা-সরকারী ও স্বাত্ত্বশাসিত সংস্থার কর্মকর্তাদের অফিসে পরিধেয় পোশাকের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ মে, ১৯৮২ তারিখের ১৬/১/৮২-বিধি নং সার্কুলার অনুসারে কর্মকর্তাদের স্যুট-টাই পরিধান করতে হবে সবসময়ে। সরকার ২০০৯ সালের আদেশের মাধ্যমে সংশোধন করেছে।

  • ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্যুট-টাই পড়তে হবে।
  • মার্চ থেকে নভেম্বর পর্যন্ত প্যান্ট শার্ট (অর্ধ/পুরাহাটা) পরিধান করতে পারবেন।

আদেশ দেখুন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ

নং মপবি-১৬/১/৯১-বিধি/১৩৮ তারিখঃ

পরিপত্র

বিষয়ঃ কর্মকর্তাদের অফিসে পরিধেয় পোষাক।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা কর্মকর্তাদের অফিসে পরিধেয় পোশাকের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ মে ১৯৮২ তারিখের ১৬/১/৮২-বিধি নং সার্কুলার সংশোধনক্রমে সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে যে, সকল পুরুষ কর্মকর্তা মার্চ থেকে নভেম্বর সময়ে আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ব্যতিরেকে স্যুট-টাই পরিধান না করিয়া অফিসে প্যান্ট, শার্ট (অর্ধ/পুরাহাতা) পরিধান করিবেন।

২। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হইবে।

এম আবদুল আজিজ এনডিসি
মন্ত্রিপরিষদ সচিব।

কর্মকর্তারা স্যুট-টাই নয় মার্চ থেকে নভেম্বরে প্যান্ট, শার্ট পরিধান করিতে পারিবেন এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *