আগামী ২৩ আগস্ট ২০২১ তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে স্ব স্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। উক্ত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে ২৪ আগস্ট ২০২১ তারিখ পূর্বাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

অভ্যন্তরীণ প্রশিক্ষণ-১ শাখা

www.mopa.gov.bd

স্মারক নং: ০৫.০০.০০০০.২০১.২৫.০১০.১৯.১৪০; তারিখ: ১৯ আগস্ট ২০২১

বিষয়: স্থগিতকৃত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ, ১১৯তম আইন ও প্রশিক্ষণ কোস পুনরায় শুরুকরণ এবং অন্যান্য প্রশিক্ষণ কোর্স বিষয়ক নির্দেশনা।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, স্থগিতকৃত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, ১১৯ তম ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স এর অসমাপ্ত অংশ আগামী ২৪ আগস্ট ২০২১ তারিখ হতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান উপস্থিত থেকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে।

২। বর্নিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণকে আগামী ২৩ আগস্ট ২০২১ তারিখ দুপুর ১২.০০ টার মধ্যে স্ব স্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। উক্ত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণকালীন সময়ের জন্য নিজ নিজ কর্মস্থল হতে ২৪ আগস্ট ২০২১ তারিখ পূর্বাহ্নে তাৎক্ষনিক অবমুক্ত (Stand Release) বলে গণ্য হবেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

৩। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বেতন ও ভাতাদি নিজ নিজ দপ্তর হতে প্রাপ্য হবেন।

৪। অনলাইনে অন্যান্য প্রশিক্ষণ কোর্স, পলিসি প্ল্যানিং এন্ড ম্যানজেমেন্ট কোর্স সহ অন্যান্য প্রশিক্ষণ কোর্সসমূহ যথাযথ প্রশিক্ষণ পদ্ধতি অনুযায়ী সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

(ফ্লোরা বিলকিস জাহান)

উপসচিব

ফোন: +৮৮০২৩৩৮৯২৩৪

স্থগিতকৃত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ পুনরায় শুরুকরণ বিষয়ক নির্দেশনা: ডাউনলোড

৭২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সংশোধিত মনোনয়ন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *