সরকারি প্রতিষ্ঠানে অধঃস্তন ও সমপর্যায়ের কর্মচারীদের প্রতি কেমন আচরণ করবেন সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারি করে। তার অংশ বিশেষে অধঃস্তন ও সমপর্যায়ের কর্মচারীদের প্রতি আচরণ সম্পর্কে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে।
অধঃস্তন ও সমপর্যায়ের কর্মকর্তাদের প্রতি আচরণ
১। অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা দেয়া।
২। অধঃস্তনদের মতামতের এবং কাজের যথাযথ মূল্যায়ন করা।
৩। অধঃস্তন কর্মকর্তা দাপ্তরিক কাজে ভুল- ক্রটি করলে প্রশাসনিক পর্যায়ে তাকে আলাদাভাবে ডেকে সংশোধনের জন্য বুঝিয়ে বলা।
৪। দক্ষ লোককে কাজে লাগানো এবং কর্মবিমুখ ব্যক্তিকে কর্মোৎসাহী করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রেষণার ব্যবস্থা করা।
৫। অধঃস্তন কর্মকর্তাদের সাথে সৌহার্দমূলক ও সহমর্মিতামূলক আচরণ করা।
৬। সহকর্মীকে তার সমস্যার ধরণ এবং সমস্যাগ্রস্ত সহকর্মীর পরামর্শ গ্রহণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সাহায্য করা।
৭। অধঃস্তনের কাজের সাফল্যে প্রশংসা করা।
৮। কাজের ব্যাপারে অধঃস্তনদের যথাসম্ভব সহযোগিতা ও উপদেশ প্রদান করা।
৯। অধঃস্তনদের দক্ষ করে তোলার জন্য সহযোগিতা করা।
১০। অধীনস্তদের মাঝে কর্মবন্টন তদারকী করা।
- ভোটার হওয়ার নোটিশ ২০২৪ । নতুন ভোটার ও তথ্যাবলী সংশোধন কার্যক্রম চলমান থাকবে?
- খসড়া ভোটার তালিকা ২০২৫ । জানুয়ারি মাসের শুরুতেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে?
- ভোটার তালিকা কর্মসূচি ২০২৪ । এনআইডি খসড়া প্রকাশেই আগে ও পরে সংশোধন করা যাবে?
- সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা ২০২৪ । ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্তাদের নির্ধারিত হসপিটালেই করতে হবে?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
১১। অধঃস্তনদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তৈরী করে নেয়া।
১২। প্রণোদনার মাধ্যমে অধঃস্তনদের মাঝে কর্মচাঞ্চল্য জাগিয়ে তোলা।
১৩। কাজের সুবিধার্থে মাঝ মাঝে অধঃস্তনদের অফিস কক্ষে যাওয়া।
১৪। প্রধান অফিসে কর্মরত থাকলে মাঠ পর্যায় থেকে আসা সহকর্মীর কাজ সর্বাগ্রে করে দেয়া।
১৫। সহকর্মীদের ছুটি মঞ্জুরের ক্ষেত্রে সহানুভুতি প্রদর্শন কার।
সরকারি কর্মচারীদের চাকুরি জীবনে অধঃস্তন ও সমপর্যায়ের কর্মচারীদের প্রতি যেমন আচরণ করবেন। উপরোক্ত তথ্যের PDF কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
উপসহকারী কৃষি কমকর্তা কি গেজেটেড না ননগেজেটেড?