বাংলাদেশ সার্ভিস রুলস কে সংক্ষেপে বলে BSR (বিএসআর) । বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য চাকরি সংক্রান্ত বিভিন্ন বিধি বিধান রয়েছে। এসব বিধিগুলো একজন সরকারী চাকরিজীবী হিসাবে সবারই জানা উচিৎ। আমি চেষ্টা করবো আপনাদের এ সংক্রান্ত সকল বিধি ও ধারাগুলো বিস্তারিত আলোচনা করা হলো।
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ ও পার্ট-২
সূচীপত্র
পার্ট-১
অধ্যায়
১। প্রয়োগ পরিধি
২। সংজ্ঞা
৩। চাকরির সাধারণ শর্তাবলী
৪। স্থায়ী নিবাস
৫। বেতন
৬। ফি এবং সম্মানী ভাতা
৭। নিয়োগের সংযুক্তি
৮। বাংলাদেশের বাহিরে প্রেষণে নিয়োগ
৯। বরখাস্ত, অপসারণ ও সাময়িক বরখাস্ত
১০। বাধ্যতামূলক অবসর
১১। যোগদান কাল
১২। বৈদেশিত চাকরি
১৩। স্থানীয় তহবিলের অধীনে চাকরি
১৪। বাংলাদেশে আগমন ও গমণ
১৫। ছুটি
- সাধারণ শর্ত
- সংশোধিত বিধিমালা
- বিশেষ এবং সাধারণ ছুটি বিধিমালা
- অবকাশ বিভাগ
- বিশেষ ধরনের ছুটি
- ছুটিকালীন বেতন
- বিশেষ বিধান
- ছুটি পদ্ধতি
১৫-এ। নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯
১৬। সরকারী বাস্থানের প্রাধিকার
১৭। পেনশন-সাধারণ বিধিসমূহ
- প্রয়োগ পরিধি
- যে যে ক্ষেত্রে দাবী অগ্রহণযোগ্য
১৮। পেনশনযোগ্য চাকরির শর্তাদি
- পেনশন যোগ্য চাকরির সংজ্ঞা
- পেনশনযোগ্য চাকরির ১ম শর্ত
- পেনশনযোগ্য চাকরির ২য় শর্ত
- পেনশনযোগ্য চাকরির ৩য় শর্ত
- সুপিরিয়র এবং লোয়ার সাবর্ডিনেট সার্ভিসেস প্রার্থক
১৯। চাকরিকাল গণনার বিধিসমূহ
- বিশেষ সংযোজন
- ছুটিকাল
- সাময়িক বরখাস্ত, পদত্যাগ, চাকরির বিরতি এবং ঘাটতি
২০। পেনশন মঞ্জুরির শর্তাদি
- পেনশনের শ্রেণী বিভাগ
- ক্ষতিপূরণ পেনশন
- অক্ষমতাজনিত পেনশন
- বার্ধক্যজনিত পেনশন
- অবসরজনিত পেনশন
২১। পেনশনের পরিমাণ
- সাধারণ বিধি
- সুপিরিয়র পেনশনের পরিমাণ
- লোয়ার সাবর্ডিনেট সার্ভিসের পেনশনের পরিমাণ
২২। পুলিশের জন্য বিশেষ বিধি
২৩। পেনশনারের পুন: নিয়োগ
- সাধারণ
- বেসামরিক পেনশনার
- মিলিটারী পেনশনার
- নতুন চাকরির জন্য পেনশন
- অবসরগ্রহণের পর বেসরকারী চাকরি
- অবসর গ্রহণের পর বিদেশী সরকারের অধীনে চাকরি
২৪। আহতজনিত ও অন্যান্য অসাধারণ পেনশন
- সাধারণ বিধি
- বেসামরিক কর্মচারী
- সামরিক বাহিনীল চাকরি ব্যতীত অন্যভাবে আহত বা অক্ষম হওৰয়া
২৫। পেনশনের আবেদন এবং পেনশন মঞ্জুর
- সাধারণ
- আবেদনপত্র
- পেনশন মঞ্জুরি
- সাময়িক পেনশন
২৬। পেনশন পরিশোধ
- সাধারণ বিধি সমূহ
- বাংলাদেশে পেনশন পরিশোধ
২৭। বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্যদের পেনশন
- আবেদন
- পরিশোধ
বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-২
অধ্যায় ও বিষয়
১। প্রয়োগ ও পরিধি
২। সংজ্ঞা
৩। ক্ষতিপূরক ভাতা উত্তোলন নিয়ন্ত্রণ
৪। সরকারী কর্মচারীদের শ্রেণী বিন্যাস
৫। বিভিন্ন প্রকার ভ্রমণ ভাতা
- স্থায়ী ভ্রমণ ভাতা
- যাতায়াত ভাতা
- পথভাড়া ভাতা
- সাধারণ
- রেলপথে ভ্রমণ
- সমুদ্র বা নদী পথে স্টীমারে ভ্রমণ
- সড়ক পথে ভ্রমণ
- আকাশ পথে ভ্রমণ
- দৈনিক ভাতা
৬। ভ্রমণ ভাতা প্রাপ্যতার সাধারণ শর্তাবলী
৭। পরিভ্রমণকালে ভ্রমণ
- সাধারণ বিধিসমূহ
- স্থায়ী ভ্রমণ ভাতা প্রাপ্য কর্মচারীবৃন্দ
- স্থায়ী ভ্রমণ ভাতা প্রাপ্য নয়, এমন সরকারী কর্মচারীবৃন্দ
- সদর দপ্তরের পাঁচ মাইলের মধ্যে ভ্রমণ বা অবস্থান
- বিশেষ বিধানসমূহ
৮। নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর নতুন পদে যোগদানের জন্য ভ্রমণ
৯। বদলিজনিত ভ্রমণ
১০। অন্যান্য উদ্দেশ্যে ভ্রমণ
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভ্রমণ
- ছুটিতে গমণ ও প্রত্যায়বর্তনকালে ভ্রমণ
- অবসরগ্রহণ, অপসারণ, চাকরি হইতে বরখাস্ত অথবা চাকরির সামপ্তিতে ভ্রমন
- সাক্ষ্য প্রদানের নিমিত্তে ভ্রমণ
- চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য ভ্রমণ
- অসমর্থ সরকারী কর্মচারীর সহযোগী হিসাবে ভ্রমণ
- প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য ভ্রমণ
- দরবার বা লিভিতে অংশগ্রহণের জন্য ভ্রমন
১১। যানবাহন বিনা ভাড়ায় সরবরাহের ক্ষেত্রে ভ্রমণ ভাতার প্রাপ্যতা
- রেলপথে ভ্রমণ
- সমুদ্র বা নদী পথে স্টীমারে ভ্রমণ
- আকাশ পথে ভ্রমণ (বিধিটির প্রয়োগ নাই)
- অন্যান্য ভ্রমণ
১২। ঊর্ধ্বতন কর্মকর্তাদের রেলপথে ভ্রমণ১৩। নিয়ন্ত্রকারী কর্মকর্তা১৪। বহি: বাংলাদেশে ক্ষতিপূরক ভাতা (বর্তমানে কার্যকরী নয়) উপরোক্ত লিংকগুলোতে প্রতিটি শিরোনামে বিস্তারিত ব্যাখা সহ তুলে ধরা হলো। ক্রমান্বয়ে সকল লিংক আপডেট করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.bdservicerules.info
- বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ ও পার্ট-২ English Version: ডাউনলোড
- বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ বাংলা ভার্সন: ডাউনলোড
- বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট -২ বাংলা ভার্সন: ডাউনলোড
Try Another Download Link Click Here
কপিরাইট আইন, ২০০০ অনুসারে বাংলা পূর্ণাঙ্গ হুবহু কপি দেওয়া সম্ভব হলো না। পার্ট-১ ও পার্ট ২ এর নির্ধারিত অংশটুকু দেওয়া হলো। হুবহু স্ক্যান করে দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দু:খিত। বই কিনুন বই পড়ুন লেখক ও সাহিত্যিকদের তাদের প্রাপ্য মূল্য দিয়ে উৎসাহিত করুন ধন্যবাদ।
আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৫.১১.২০১৯ ইং সাময়িক বরখাস্ত হই। তখন থেকে ৩১.০৩.২০২১ ইং পরজন্ত ১৬ মাস ব্যাংকে মাঝে মধ্যে গিয়েছি কিন্তু হাজিরা দেই নাই। ০১.০৪.২০২১ইং হতে কাচা রেজিস্টারে আমার হাজিরা নিচ্ছে এবং খোরাকি ভাতা প্রদান করছে। ম্যানেজার বলছে বকেয়া হাজিরা নেওয়ার কোনো সুযোগ নেই এবং মামলা নিসপওি না হওয়া পর্যন্ত বকেয়া খোরাকী ভাতা পাওয়া যাবে না। বিধানে তো হাজিরার কথা বলাই নেই। তাহলে কি আমি বকেয়া খোরাকী ভাতা মামলা নিস্পতি না হওয়া পর্যন্ত পাব না? দয়া করে বিষয়টির বিস্তারিত জানালে উপকৃত হব।
হাজিরার কথা বলা আছে। ম্যানেজার ঠিকই বলেছে। https://bdservicerules.info/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D-2/
how the washing allowance is calculated for civil government employees in Bangladesh service rules and is there any dress code for employees like office helper or guard?
মার্জিত ড্রেস পড়তে হবে কোন ড্রেস কোড নেই। তবে গার্ডদের ক্ষেত্রে নির্ধারিত গার্ড পোষাক পড়তে হবে। যা নিরাপত্তা দপ্তর অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তর কর্তৃক নির্ধারিত হইবে।
গড় বেতনে অর্জিত বা অর্ধগড়বেতনে অর্জিত ছুটি গননার ক্ষেত্রে গৃহীত ছুটি কালীন সময় কর্মকাল হিসেবে গননা করতে হবে নাকি উহ্য থাকবে। যেমন- একজন বছরে গড় বেতনে ৩৩ দিন ছুটি হতে পনের দিন ছুটি ভোগ করলো। এ ছুটি ভোগকালীন সময় কি গড় বেতনে অর্জিত বা অর্ধগড়বেতনে অর্জিত ছুটি যোগ হবে?
ছুটি কালীন সময়ে কোন ছুটি অর্জিত হয় না।
আমার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২৩ সালে পৃথকভাবে ৩টি বৃহস্পতিবারে (১ দিন করে) নৈমিত্তিক ছুটি নিয়েছেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন,এ বছরে আবার একটি বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি ভোগ করতে চাইলে, বৃহস্পতি, শুক্র ও শনি মোট ৩ দিনের ছুটির দরখাস্ত দিতে হবে অর্থাৎ ১ দিনের স্থলে ৩ দিনের দরখাস্ত দিতে হবে সরকারি চাকুরী বিধিমালা-২০১৮ অনুযায়ী। অনুগ্রহপূর্বক জানাবেন। ধন্যবাদ।
এমন কোন বিধান নেই।
চাকুরি কাল সংরক্ষণ এর জন্য পূর্ববর্তী দপ্তরের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং বর্তমান কর্মরত দপ্তরের চাকুরিকাল সংরক্ষণ অফিস আদেশসহ অন্যান্য ডকুমেন্টস পাওয়ার পরবর্তী ধাপ কিভাবে সম্পন্ন করে বেতন নির্ধারণ করতে হয়।পূর্ববর্তী হিসাবরক্ষণ অফিস হতে কিভাবে পূর্বের একাউন্টস টি ট্রান্সফার করা হবে যেহতু পূর্বের ভেরিভিকেশন ই বহাল থাকবে। সার্ভিস বুক কি পূর্বের টি কন্টিনিউ করতে হবে?
জিপিএফ বহাল থাকবে, সার্ভিস বুকও পূর্বেরটি বহাল থাকবে। হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে পে প্রটেকশনের ব্যবস্থা নিন। নতুন করে পে ফিক্সেশন করতে হবে না। হিসাবরক্ষণ অফিস প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ফিক্সেশন করতে পারবেন।
১ জন কর্মচারী ১৬ তম গ্রেডে যোগদান করেন। ২ বছর পর তার আবেদনের প্রেক্ষিতে একই গ্রেডের Shop পদে তার পদ সমন্বয় করা হয়। এখন তার চাকরীর ১০ বছর পূর্তি হলে তিনি কোন পদের বিপরীতে উচ্চতর স্কেল পাবেন? প্রথম যোগদানকৃত পদ নাকি পরবর্তীতে যে পদে সমন্বয় করা হয়েছে সে পদ?
যদি একই গ্রেড এবং সমপদ হয়ে থাকে প্রথম চাকরিতে যোগদানের তারিখ হতে ১০ বচর হিসাব ধরা হবে।
আমি ২০২০ সাল থেকে প্রাইমারি স্কুলে চাকুরী করি।২০২৩ সালে আমার খাদ্য মন্ত্রণালয়ে উপ খাদ্য পরিদর্শক পদে চাকুরী হয়।২ টা চাকুরির গ্রেড সমান।আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বেতন সংরক্ষণ পূর্বক বেতন করাই এবং সমগ্রেড হওয়ায় আমার আগের চাকুরির বেসিক ই বর্তমান চাকুরির বেসিক হিসেবে আছে।এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ব্যাচের সবার থেকে আমার যেহেতু চাকুরীকাল বেশি তাই আমি জেস্ঠতা পাবো কিনা?
পাবেন। যদি মেধাতালিকা অনুসৃত না হয়।
আমি একজন সরকারি চাকুরীজিবী আমার যে কোন কারণে একটা গুরুদণ্ড হয় এই গুরুদণ্ডাদেশ পাবার আগেই আমি উচ্চতর গ্রেড প্রাপ্ত হই কিন্তু উচ্চতর গ্রেড প্রাপ্ত সময় কালিনে আমার বিভাগীয় মামলা চলমান ছিল বিভাগীয় মামলা শেষে আমাকে তিন বছরের জন্য একটা ইনক্রিমেন্ট স্হগিতের আদেশ দেওয়া হয় কিন্তু এখনও আমাকে উচ্চতর গ্রেডটি দেওয়া হয়নি, যেহুতু আমি দন্ডাদেশ দেওয়ার আগেই উচ্চতর গ্রেডটি পাওনা হই এই ব্যাপারে আমি এ্যাডমিনের সঠিকটা জানতে চাচ্ছি এখন আমার অফিস থেকে আমাকে বলা হচ্ছে তিন বছর পরে নাকি আমি ঐ স্হগিত ইনক্রিমেন্টটি পাবো এবং উচ্চতর গ্রেডটিও নাকি পাবো তিন বছর শেষ হবার পরেও নাকি আর দুই বছর যেতে হবে অর্থাৎ পাঁচবছরের মাথায় গিয়ে, এটার সঠিক বিধানটা জানতে চাই, আর আমাকে উচ্চতর গ্রেডটা দেওয়া হলেও এটার কোন এরিয়া বিল পাবো কিনা এ বিষয়টাও এডমিন স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি বা এর সঠিক সমাধানটা চাচ্ছি,আসসালামু আলাইকুম।
স্থগিত ইনক্রিমেন্ট আর পাবেন না। ৩ বছর পর থেকে যথারীতি ইনক্রিমেন্ট শুরু হবে। উচ্চতর গ্রেড পেতে সন্তোষজনক চাকরিকাল থাকতে হয়। আগে প্রাপ্য হলে সেটি ভূতাপেক্ষ মঞ্জুরী কর্তৃপক্ষ চাইলে দিতে পারে। যদি তা দেয় তবে ৩ বছর অতিক্রান্ত হওয়ার পর পাবেন।
কোনো সরকারি চাকুরীজীবি শুধু ফৌজদারি মামলার আসামি হলে তাকে সাময়িক বরখাস্ত করা যাব কি না? তিনি আটক বা গ্রেফতার হননি।হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
আসামি হলে নয়। জেলে থাকলে সাময়িক বরখাস্ত করা যাবে অথবা দোষি সাব্যস্ত হয়ে শাস্তি হলে সাময়িক বরখাস্ত করা যাবে।
একজন ১০ম গ্রেডের সরকারী চাকুরীজিবী ৮ মাস চাকুরী করার পর রিজাইন দিলে সংশ্লিষ্ট বিভাগের একাউন্টস সেকশন থেকে কি কি দেখা উচিত আর কত মাসের স্যালারি সারেন্ডার করার নিয়ম? দয়া করে কোন গেজেট থাকলে শেয়ার করবেন।
রিজাইন দিলে হিসাবরক্ষণ অফিসের কিছু দেখার নেই। আপনার চাকুরিরত দপ্তর অব্যাহতি দিলেই সেটি ই যথেষ্ট। তবে যদি না দাবীপত্র নিতে পারেন। ভাল।