মৃত্যু/ অক্ষমতাজণিত কল্যাণ অনুদানে হার্ডকপি ও সফটকপি!

“বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ অথবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজণিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)” অনুযায়ী কল্যাণ অনুদানের অর্থ ছাড়করণের লক্ষে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য (হার্ড কপি ও নিম্নোক্ত ই-মেইলে সফটকপি) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

কল্যাণ শাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১২৩.০২.০৬১.২০.১২১; তারিখ: ০৩ মার্চ ২০২১

বিষয়: মৃত্যু/ অক্ষমতাজণিত কল্যাণ অনুদানের অর্থ ছাড়করণের জন্য তথ্য প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, “বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ অথবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজণিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা ২০২০ (সংশোধিত)” অনুযায়ী কল্যাণ অনুদানের অর্থ ছাড়করণের লক্ষে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য (হার্ড কপি ও নিম্নোক্ত ই-মেইলে সফটকপি) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(মোহাম্মদ রফিকুল করিম)

উপসচিব

ফোন: ৯৫৪৯৬২১

E-mail: [email protected]

মৃত্যু/ অক্ষমতাজণিত কল্যাণ অনুদানের অর্থ ছাড়করণের জন্য তথ্য হার্ডকপি ও সফটকপি প্রেরণের নির্দেশনা: ডাউনলোড

সরকারি কর্মচারি মৃত্যুবরণ করলে পরিবার পাবে ৮ লক্ষ ৩০ হাজার টাকা।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *